Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

২৩ ফেব, ২০০৯

উদাস বাউল


আমার হাতে যদি একটি গোলাপ দিয়ে
কেউ রোমান্টিক হতে চায়
তবে কি আমি তাকে ফিরিয়ে দেবো?
আমার হ্দয় নদীতে যদি
কেউ ম্লান করে পেতে চায় অমৃত স্বাদ
তবে কি আমি তাকে বলবো?
হে নদী -হ্দয় নদীতে দিওনা সাঁতার
ওখানে প্রেম-ভালবাসা-রোমান্টিকথা
নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
যে লাজুকতার প্রীতিলতা স্পর্শ করে
বৈরী শরীরের উন্মাদনা ক্রমাগত ঠান্ডা হয়
সেখানে বাউল মনকে কিভাবে করি উদাস
যেখানে এই শ্যামল নারী
পদ্মা,মেঘনা , যমুনার মত-
ভরা যৌবন নিয়ে এই বাউল মনের তৃষ্ণা মেঠায়
তখন তাকে আমি কি করে ফেরাই!
যে যুবতী নারী পৌরুষের সর্বাংগে মাখাতে চায় চন্চলতা
আকন্ঠ তৃষ্ণায় একটি গোলাপ ফোটাবার প্রত্যাশায়
তখন যে কিছুই করার থাকেনা
এই উদাস বাউলের ।