তোমার তুলনা শুধু তুমি--
তুমি ভোরের শিশির
প্রভাত সূর্য
তুমি রোদেলা দুপুর
পড়ন্ত বিকেল
তুমি রংধনু নীলাকাশ
গোধুলী সাঁজ
তুমি ফসলের মাঠে
কৃষানীর হাসি
তুমি থৈ থৈ জল
প্রানবন্ত নদী
তুমি অমানিষা আঁধার
চন্দ্রিমা রাত
তুমি অদেখা অসহ্য, অপরুপা
তোমার তুলনা যে শুধু তুমি ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন