Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১৮ অক্টো, ২০০৮

তোমার তুলনা শুধু তুমি--

তুমি ভোরের শিশির
প্রভাত সূর্য
তুমি রোদেলা দুপুর
পড়ন্ত বিকেল
তুমি রংধনু নীলাকাশ
গোধুলী সাঁজ
তুমি ফসলের মাঠে
কৃষানীর হাসি
তুমি থৈ থৈ জল
প্রানবন্ত নদী
তুমি অমানিষা আঁধার
চন্দ্রিমা রাত
তুমি অদেখা অসহ্য, অপরুপা
তোমার তুলনা যে শুধু তুমি ।

কোন মন্তব্য নেই: