জনগণের বিজয় হয়েছে: জিল্লুর
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনে জনগণের ইচ্ছাশক্তি ও দৃঢ়তার বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বিকেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণারও দাবি জানান। চার সিটি ও নয় পৌর এলাকার জনগণ, ভোটারসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে জিল্লুর রহমান বলেন, "অনেক প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও ত্র"টি বিচ্যুতি থাকার পরও চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচন সম্পন্ন হওয়ায় জনগণের দৃঢ়তার বিজয় হয়েছে।" তিনি বলেন, "গতকাল (৪ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনের অভিজ্ঞতার আলোকে আমরা স্পষ্ট বলতে চাই, সরকারের অঙ্গীকার অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অপচয় করার মতো যথেষ্ট সময় সরকারের হাতে নেই।" নির্বাচনের আগের দিন আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল। এখন বিষয়টিতে দলের অবস্থান কী- জানতে চাইলে জিল্লুর রহমান বলেন, "যতোটা আশঙ্কা করেছিলাম ততটা হয়নি।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "জরুরি আইনের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জরুরি অবস্থার মধ্যে অন্য কোনো নির্বাচন করা ভুল হবে।" জরুরি আইন না থাকলে সিটি ও পৌর নির্বাচনে মানুষের অংশগ্রহণ আরো স্বতঃস্ফূর্ত হতে পারত বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে তোফায়েল আহমদ, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, আব্দুল মান্নান, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন