এই নির্বাচন জনগণকে প্রভাবিত করবে না: দেলোয়ার
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি ও নয় পৌরসভা নির্বাচন বর্জনের বিষয়ে চারদলের সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি খোন্দকার দেলোয়ার হোসেন। স্থানীয় পর্যায়ের ওই নির্বাচন জনগণের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি বলেও মনে করেছন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মঙ্গলবার বিকেলে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, "নির্বাচনের ফলাফলে প্রমাণ হয়েছে, ওই পাতানো নির্বাচনের বিপক্ষে আমাদের অবস্থান সঠিক ছিল। সংবিধান বর্হিভূতভাবে সরকার আঁতাত করে এ নির্বাচন করেছে। জনগণের ওপর ওই নির্বাচন কোনো প্রভাব ফেলতে পারেনি।" খালেদা জিয়ার মুক্তি, অসুস্থ তারেক রহমানকে বিদেশে পাঠানো, সবার আগে সংসদ নির্বাচন, জরুরি অবস্থা প্রত্যাহার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে সমাবেশটি করা হয়। খোন্দার দেলোয়ার অভিযোগ করেন, "একটি রাবার স্ট্যাম্প সংসদ গঠনের জন্য সরকার জরুরি অবস্থা বহাল রেখে পাতানো নির্বাচন করতে চায়। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বিদেশি রাষ্ট্রের 'ক্রীড়নক' হিসেবে কাজ করছে।" খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচনের জন্য তাকে (খালেদা) নিয়ে আমরা সরকারের সঙ্গে সংলাপ এবং নির্বাচনে যেতে চাই।" অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া নেতাদের বহিষ্কার করতে মহাসচিবের প্রতি আহবান জানান। সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির সহ সভাপতি অধ্যাপিকা সারওয়ারি রহমান, এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা কবির মুরাদ, শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, সুলতান সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবু প্রমুখ বক্তব্য দেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন