Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

৫ আগ, ২০০৮

রেকর্ড রেমিটেন্স নিয়ে অর্থবছর শুরু
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী বাংলাদেশীদের রেমিটেন্স পাঠানোর নতুন রেকর্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে চলতি অর্থবছর। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিটেন্স এসেছে ৮২ কোটি ৯৫ লাখ ডলার। গত অর্থবছরের জুলাইয়ে রেমিটেন্স এসেছিল ৫৬ কোটি ৭১ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাইয়ে রেমিটেন্স প্রবাহ গতবারের একই মাসের তুলনায় প্রায় ৪৬ শতাংশ বা ২৬ কোটি ৮৪ লাখ ডলার বেড়েছে। গত অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৮০ কোটি ৮৭ লাখ ডলারের রেমিটেন্স পাঠানোর রেকর্ড হয়েছিল। রেমিটেন্স পাঠানো বৃদ্ধির ধারাবাহিকতায় সন্তুষ্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত অর্থবছরে (২০০৭-০৮) প্রায় আটশ কোটি ডলারের রেমিটেন্স দেশে এসেছে। চলতি অর্থবছরে এর পরিমাণ এক হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে আমরা আশা করছি।" বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থ বছরের শুরুতে রেমিটেন্স প্রবাহে কিছুটা ধীরগতি থাকলেও চলতি ২০০৮-০৯ অর্থবছরের প্রথম মাসেই রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। রেমিটেন্স বাড়ায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ছয়শ কোটি ডলারের (ছয় বিলিয়ন ডলার) কাছাকাছি পৌঁছেছে বলে জানান গভর্নর। তিনি মনে করেন, তৈরি পোশাকের চেয়েও রেমিটেন্স এখন দেশের অর্থনীতিতে বেশি অবদান রাখছে। ড. সালেহউদ্দিন বলেন, "তৈরি পোশাক রপ্তানি থেকে যে আয় আসে তার একটি বড় অংশ প্রয়োজনীয় কাঁচামাল আমানি খাতে (ব্যাক-টু-ব্যাক এলসি) ব্যয় হয়ে যায়। আর রেেিমেটন্সের পুরোটাই অর্থনীতিতে ভূমিকা রাখে।" বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের হিসেবে, "গত ২০০৭-০৮ অর্থবছরে প্রবাসী বাংলাদেশীরা ৭৯৪ কোটি (৭ দশমিক ৯৪ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে পাঠান, যা আগের অর্থ বছরের (২০০৬-০৭) চেয়ে ৩৩ শতাংশ বেশি। ২০০৬-০৭ অর্থবছরে ৫৯৮ কোটি (৫ দশমিক ৯৮ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠায় তারা। ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রপ্তানি আয় বাড়ায় গত জুন মাসের শেষের দিকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছয়শ কোটি ডলার ছাড়িয়ে যায়। চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে রিজার্ভ ছিল ৬২৫ কোটি ডলার। তবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ৮০ কোটি ডলারের আমদানি বিল পরিশোধের পর তা কমে ৫৪০ কোটি ডলারে নেমে আসে। বাংলাদেশ ব্যাংক বলছে, রেমিটেন্স প্রবাহ বাড়ায় গত কয়েক দিনে রিজার্ভ বেড়ে আবার ছয়শ কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৫৯০ কোটি ডলার।

কোন মন্তব্য নেই: