মাহথিরকন্যা মেরিনা ঢাকায়
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মেয়ে দাতিন পাদুকা মেরিনা মাহাথির (৪৯) রোববার রাতে ঢাকা পৌঁছেছেন। ছয় দিনের সফরে তিনি গণমাধ্যম ও লৈঙ্গিক সমতা বিষয়ক একটি সেমিনারে অংশ নেবেন। এছাড়া গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের কয়েকটি প্রকল্পও ঘুরে দেখবেন তিনি। বেসরকারি সংস্থা বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্নালিজম এন্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) এর প্রেসিডেন্ট ও আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেরিনা মাহাথির রাত ১২টা ৩৫ মিনিটে ঢাকা পৌঁছেছেন। কাল (সোমবার) থেকে কর্মসূচি শুরু করবেন।" নাঈমুল ইসলাম খান ছাড়াও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর কর্মকর্তা ওমর শরিফ এবং মালয়েশিয়া দূতাবাসের কর্মকর্তারা জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে মেরিনাকে স্বাগত জানান। রোববার বিসিডিজেসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে দেখা করার কথা রয়েছে মেরিনার। বিকালে 'তরুণ সাংবাদিকদের মুখোমুখি' শীর্ষক এক অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। তিন সন্তানের জননী দাতিন পাদুকা মেরিনা মাহাথির যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক। গত ১৭ বছর ধরে তিনি মালয়েশিয়ার 'দি স্টার' পত্রিকায় নিয়মিত কলাম লিখে আসছেন। এছাড়া নারীদের নিয়ে মালয়েশিয়া টেলিভিশনে 'থ্রি আর' নামে একটি অনুষ্ঠানও করেন তিনি। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর কন্যা মেরিনা এইডসবিরোধী আন্দোলনের সঙ্গেও জড়িত। ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীর ছেলে ও লোকসভা সদস্য রাহুল গান্ধীও স¤প্রতি বাংলাদেশ সফর করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন