Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১১ আগ, ২০০৮

ভোটার ফরম পূরণ করলেন আট ভিআইপি বন্দি
কাশিমপুরের দুটি কারাগারে আটক আট ভিআইপি বন্দি সোমবার ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেছেন। এরা হলেন- সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা রেদোয়ান আহাম্মেদ, সাবেক সাংসদ সালাউদ্দিন আহাম্মেদ, নাসের রহমান, নাসির উদ্দিন আহম্মেদ ও কামাল আহম্মেদ মজুমদার। এ ছাড়া ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনও ভোটার হওয়ার ফরম পূরণ করেছেন। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম জানান, সোমবার ছিল ঢাকা সিটি করপোরেশন এলাকায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির শেষ দিন। এ নয় বন্দি ঢাকা বিভাগের উপ নির্বাচন কমিশনারের পাঠানো আবেদন ফরম পূরণ করেছেন। ওই কর্মকর্তা জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর আট বন্দি গত ৮ আগস্ট ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে সিনিয়র জেল সুপারের কাছে আবেদন জানান। একই দিন কারাগার-১ এ আটক কামাল আহম্মেদ মজুমদারও পৃথক আবেদন করেন। শাহ আলম জানান, বন্দিদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার সিনিয়র জেল সুপার নির্বাচন কমিশন সচিবকে চিঠি দেন। এরপর উপ নির্বাচন কমিশনার কাশিমপুর কারাগারে আবেদন ফরম পাঠান।

কোন মন্তব্য নেই: