Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১৩ আগ, ২০০৮

এইডস ঠেকাতে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে: মেরিনা
এইডস সংক্রমণ রোধে জনগণের শিক্ষা ও তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মেয়ে মেরিনা মাহাথির। বুধবার বিকেলে চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "শিক্ষা, তথ্য প্রাপ্তি ও নিজেকে রক্ষার অধিকার মানবাধিকারের পর্যায়ে পড়ে। কিন্তু এ থেকে বঞ্চিত জনগোষ্ঠি এইডসসহ নানা প্রকার জটিল রোগে আক্রান্ত হচ্ছে। সরকারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।" তিনি জানান, উন্নয়নশীল দেশগুলোতে মেয়েরা এ রোগে বেশি আক্রান্ত হয়। শিক্ষার অভাবে তারা তথ্য জানার ক্ষেত্রে পিছিয়ে থাকে। এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে মেরিনা বলেন, "এইডসের মূল কারণ অবাধ যৌনাচার ও অনৈতিকতা। কোনো ধর্মই এসব সমর্থন করে না। ধর্মীয় অনুশাসন মেনে চললে এইচআইভি/এইডস সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।" 'লিডারশিপ ইন এ টাইম অফ ক্রাইসিস: এ পারসোনাল জার্নি ইন দ্য ক্যাম্পেইন এগেইনস্ট এইচআইভি ইন মালয়েশিয়া' শিরোনামে বক্তব্য রাখতে গিয়ে মেরিনা জানান, তিনি ১৯৯৩ সাল থেকে এইচআভি প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। এইউডব্লিউ'র শিক্ষার্থীদের উদ্দেশে মেরিনা বলেন, "শিক্ষা ছাড়া নারীর ক্ষমতায়ন কখনও সম্ভব নয়। এ জন্য নারীদের শিক্ষিত হতে হবে।" এইডস আক্রান্তদের প্রতি সহানুভূতিশীল আচরণ করার করারও আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে ইউনির্ভাসিটির উপদেষ্টা বোর্ডের চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, চিটাগাং উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী, ইউনিভার্সিটির এক্সেস একাডেমির এক্সিকিউটিভ ডিরেক্টর রেজিনা পাপা, স্থপতি জেরিনা হোসেন প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ইউনিভার্সিটির ছাত্রীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। চট্টগ্রামের মেহেদীবাগ এলাকায় অস্থায়ী ক্যাম্পাসে এশিয়ার ৬টি দেশের ১৩০ জন ছাত্রী নিয়ে চলতি বছরের শুরুতে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। মেরিনা মাহাথির (৪৯) ছয় দিনের বাংলাদেশ সফরে গত রোববার রাতে ঢাকা পৌঁছান। তিন সন্তানের জননী মেরিনা যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক। গত ১৭ বছর ধরে তিনি মালয়েশিয়ার 'দি স্টার' পত্রিকায় নিয়মিত কলাম লিখে আসছেন। এছাড়া নারীদের নিয়ে মালয়েশিয়া টেলিভিশনে 'থ্রি আর' নামে একটি অনুষ্ঠানও করেন তিনি।

কোন মন্তব্য নেই: