কোন শর্ত ছাড়াই মুক্তি দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কোন শর্ত ছাড়াই মুক্তি দেওয়া হচ্ছে। রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের। দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন বিএনপি চেয়ারপারসনের মুক্তি প্রক্রিয়া বর্তমানে 'শেষ পর্যায়ে' রয়েছে বলেও জানান তিনি। সরকারি মহল থেকে কয়েক দিন ধরে খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়া অনেক দুর এগিয়ে গেছে বলে আসায় তার মুক্তি অত্যাসন্ন বলে মনে করা হচ্ছে। তবে খালেদা এ সপ্তাহের মধ্যে মুক্তি পাচ্ছেন কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন,"এটি আমার পক্ষে বলা মুশকিল।" মুক্তিতে কোন শর্ত থাকছে কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন,"কোন শর্ত নেই। শর্ত ছাড়াই তাকে মুক্তি দেওয়া হচ্ছে।" খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মুক্তির প্রসঙ্গে গোলাম কাদের বলেন,"এ বিষয়টিও মানবিক দিক থেকে বিবেচনা করা হচ্ছে।" চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে নেপথ্যে থেকে ব্যাপক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল বিএনপির তরুণ প্রজন্মের একটি অংশের নেতা হিসেবে পরিচিতি পাওয়া তারেক রহমানের বিরুদ্ধে। তিনিও দুর্নীতির মামলায় আটক রয়েছেন। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের কাছে খালেদা জিয়া কবে মুক্তি পাচ্ছেন জানতে চাইলে সরাসরি কোন উত্তর না দিয়ে তিনি বলেন, "কোন নির্দিষ্ট ক্যালেন্ডার নিয়ে কথা বলতে চাইনা। তবে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। রাজনৈতিক গুণগত উত্তরণ ও পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি।"
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন