আমাদের দু'বোনের জন্য এটা পরম শান্তি: শেখ রেহানা
পিতার হত্যার দিনটিতে আবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে জেনে শেখ রেহানা বলেছেন, এ সিদ্ধান্ত আমাদের জন্য পরম শান্তির বিষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে রেহানা রোববার লন্ডন থেকে টেলিফোনে এ অনুভুতি ব্যক্ত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেকদিন পরে হলেও এটা হল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি।" তিনি বলেন "এই সিদ্ধান্তে দেশের ১৪ কোটি মানুষের আশা-আকাঙক্ষার প্রতিফলন ঘটেছে। যারা সবকিছু স্বাভাবিকভাবে দেখেন তাদের জন্য এটা চরম পাওয়া। আমাদের দু'বোনের জন্য পরম শান্তি।" রোববার বিকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৫ আগস্টকে জাতীয় শোকদিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। ওইদিন সরকারি ছুটি থাকবে। হাইকোর্টের রায় মেনে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন