সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে হঠাৎ ভাঙন
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে শুক্রবার রাতে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। বাঁধের প্রায় ৩০ মিটার এলাকা দেবে গেছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নিজামুল হক ভুঁইয়া সাংবাদিকদের জানান, যমুনা নদীর প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে বাঁধের বিশাল অংশ রাত ১০টার দিকে হঠাৎ দেবে যায়। এর আয়তন ৩০ মিটারের মতো। তিনি জানান, জরুরিভিত্তিতে সেনাবাহিনীর সহায়তা নিয়ে স্থানীয় ঠিকাদার দিয়ে পাথর ও ব্লক নিক্ষেপ করা হচ্ছে যাতে দেবে যাওয়া অংশ বিস্তৃত হয়ে বড় ধরনের ক্ষতি না হতে পারে। খবর শুনে পুলিশ সুপার মো. আালমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দুলাল কৃষ্ণ সাহাসহ সেনাবাহিনীর কর্মকর্তারা হার্ট পয়েন্টে গিয়ে কাজের তদারকি করেন। যমুনা সেতু নির্মাণের পাশাপাশি ১৯৯৭ সালে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ শহর রক্ষা বাঁধটি নির্মাণ করা হয়। চলতি বছরের ফেব্র"য়ারি মাসে হার্ট পয়েন্টের পশ্চিমে প্রায় দুইশ ফুট অংশে একইরকম ধস সৃষ্টি হয়েছিল। তখন কোনোরকমে তড়িঘড়ি করে ধস ঠেকালেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান এলাকাবাসী।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন