Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১৬ আগ, ২০০৮

বস্তিবাসীদের মধ্যে মেরিনা
Sat, Aug 16th, 2008 2:11 pm BdST
ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মেয়ে মেরিনা মাহাথির শনিবার রাজধানীর গুলশানের কড়াইল বস্তির অবস্থা ঘুরে দেখেছেন। তিনি ওই বস্তিতে ব্র্যাক পরিচালিত এক স্কুলে শিক্ষার্থী এবং একটি স্বাস্থ্য কেন্দ্রে মহিলাদের সঙ্গে কথা বলেন। সকালে বস্তির ব্র্যাক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছলে ছোট ছোট শিশুরা মেরিনাকে স্বাগত জানায়। তিনি শিশুদের পড়াশোনার খোঁজ-খবর নেন। প্রথাগত পদ্ধতির বাইরে আনন্দ-বিনোদনের মাধ্যমে পাঠদানের ব্যবস্থাও পর্যবেক্ষণ করেন তিনি। শিক্ষার্থীদের কাছে নিজের শৈশব ও স্কুল জীবনের স্মৃতিও তুলে ধরেন মেরিনা মাহাথির। পরে তিনি বস্তির জামাইবাজারে ব্র্যাকের মাতৃসদনে গিয়ে গর্ভবতী নারীদের সঙ্গে কথা বলেন। ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বস্তিতে যাওয়ার আগে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক বৈঠকে মেরিনা মাহাথিরকে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানানো হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির পরিচালক ফস্টিনা পেরেরা, সামাজিক উন্নয়ন কর্মসূচির পরিচালক জেরিনা নাহার কবির, স্বাস্থ্য কর্মসূচির সমন্বয়ক কাওসার আফসানা প্রমুখ। মেরিনা মাহাথির ইতোপূর্বে গ্রামীণ ব্যাংকের কয়েকটি প্রকল্পও ঘুরে দেখেন। চট্টগ্রামে একটি সেমিনারেও অংশ নেন তিনি। গত রোববার মেরিনা বাংলাদেশ সফরে আসেন। তিনি মালয়েশিয়ার 'দি স্টার' পত্রিকায় 'মিউসিং' শিরোনামের কলাম লেখেন। নারীদের নিয়ে মালয়েশিয়া টেলিভিশনে 'ত্রি আর' নামে একটি অনুষ্ঠান করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর কন্যা মেরিনা এইডসবিরোধী আন্দোলনেও যুক্ত। তিন সন্তানের জননী মেরিনা যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেন। তিনি এক জন ব্লগার।

কোন মন্তব্য নেই: