তুমি হও যত কুতসিত,কদাকার
হও অপরাপরের ফেলনা কেও
তবুও, মনে রেখ আমি তোমার ।
আমি অত রুপের পুজারি নই
নই অত সুন্দরীরও
তবুও, মনে রেখ আমি তোমার ।
আমার স্বপ্ন যে শুধু-
ওই হরীনী চোখ জোড়া,দীঘল চুল,দীর্ঘাংগী তুমি!
খুব বেশি চাইলাম নাকি?
তবে বল তুমি আমার-
মনে রেখ আমি তোমার ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন