Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

২২ আগ, ২০০৮

সেই "হৃদয়কে" নিয়ে কিছু কথা-

সেই "হৃদয়"(পত্রে ছদ্মনাম এটাই দিতাম) মানে আমার জীবনের প্রথম এবং শেষ কিছু হয়েছিল যার সাথে
তার কথা বলছি-স্কুল পেড়িয়ে মফস্বলের কলেজে ভর্তির কিছুদিনের মধ্যেই তার সাথে সম্পর্ক এবং ঘনিষ্টতা
অবশ্য এক্ষেত্রে একটা advantage ছিল তার আর আমার বাসস্হান খুব কাছাকাছিই ছিল তাই যোগাযোগটা
বেশিরভাগ ক্ষেত্রে জানালা দিয়েই চালাতাম মানে চোখাচোখি- দেখাদাখি এই আরকি!দুর্ভাগ্যবশত: একদিন খাইলাম
ধরা দুর্ধষ্য সেই মামার(তিনি অবশ্য সেসময় এগুলিতে যথেষ্ট সিনিয়র ছিলেন!) হাতে অতপর: মামার হাতের
নির্মম আদর এবং একমাত্র পুত্রধন্য মায়ের গেল-গেল বলিয়া অদ্ভুত আহাজারি।সেই থেকেই সাংঘাতিক সাবধানেই...আমা..সম্পর্ক!
নিয়তির নির্মম পরিহাস যেটা সুদির্ঘ সারে তিন বৎসরান্তে ইতি ঘঠল(তার প্রথম বিবাহ), মাঝে আবার একটি
চান্স ছিল তাকে পাবার কিন্ত আওয়ামীলাগারদের মত তার অধৈর্যতা(পুর্বে ফেল মারায় তার ক্রোধটা তীব্রই ছিল)
পুর্বের সমস্ত আবেগ-বিবেককে জলান্জলি দিয়ে যারে নিয়ে আমার সন্দেহ তুংগে ছিল তারে নিয়াই অদ্যাবধি পলায়ন রইল...
সেলুকাস.........!
তারে খুজি কিন্তু আজও??????

কোন মন্তব্য নেই: