খালেদার মুক্তির বিষয়ে আমাদের কিছুই জানানো হচ্ছে না: রিজভী
খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়া চূড়ান্ত-উপদেষ্টারা এ বক্তব্য দিলেও এ বিষয়ে সরকারের তরফ থেকে বিএনপিকে কিছুই জানানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের রোববার সাংবাদিকদের বলেছেন, খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়া শেষ পর্যায়ে এবং কোনও শর্র্ত ছাড়াই তাকে মুক্তি দেওয়া হচ্ছে। শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানও শনিবার বলেছিলেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। রোববার দুপুরে সংসদ ভবন এলাকায় খোন্দকার দেলোয়ারের ন্যাম ফ্ল্যাটে রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, "সরকারের উপদেষ্টারা বলছেন, খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়া চূড়ান্ত। অথচ এ বিষয়ে আমাদের কিছুই জানানো হচ্ছে না।" তিনি অবিলম্বে খালেদার জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানান। রিজভী আহমেদ বলেন, "সরকারের পক্ষপাতমূলক আচরণের কারণে তারেক রহমান মৃত্যুর প্রহর গুণছেন। উচ্চ আদালত তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না।" বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে- এ দাবি করে বিএনপি নেতা বলেন, "দেশে আজ নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। অথচ এ অবস্থা থেকে উত্তরণে সরকারের কোনও কার্যক্রম নেই।" এদিকে খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন- এমন খবরে রোববার দুপুরে সংসদ ভবনের বিশেষ কারাগারের সামনে বিএনপির হাজার খানেক নেতা-কর্মী জড়ো হন। তারা দুপর দেড়টা পর্যন্ত অপেক্ষা করে ওই স্থান ত্যাগ করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন