Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১০ আগ, ২০০৮

তারেকের স্বাস্থ্য পরীক্ষায় সোমবারই নতুন মেডিক্যাল বোর্ড হচ্ছে
Mon, Aug 11th, 2008 11:02 am BdST
ঢাকা আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবারের মধ্যেই আরেকটি মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এ কে এম জাফর উল্লা খান এ তথ্য জানান। সোমবার সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্বাস্থ্য সচিব বলেন, " তারেক জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজকের মধ্যেই একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হবে।" যতদ্রুত সম্ভব প্রতিবেদন দেওয়ার জন্য মেডিক্যাল বোর্ডকে বলা হবে বলে সচিব জানান। মেরুদণ্ডের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় অসুস্থ তারেক রহমান বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ঘুষগ্রহণসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

কোন মন্তব্য নেই: