১৫ আগস্ট নিয়ে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি আ. লীগের
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে পালন ও হাইকোর্টের রায় অনুযায়ী দিনটিতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, "সরকার হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করলে অবশ্যই তার ব্যাখ্যা দিতে হবে।" ১৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালন এবং বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর করার দাবিতে যুবলীগ আয়োজিত দেশব্যাপী প্রতীক অনশন কর্মসূচি শেষে বুধবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে মতিয়া চৌধুরী এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "বঙ্গবন্ধুর মর্যাদার প্রতি দেশের মানুষের মূল্যায়ন অনুধাবন করেই হাইকোর্ট এ রায় দিয়েছে। অথচ এর বাস্তবায়ন নিয়ে টালবাহানা শুরু হয়েছে।" তিনি বলেন, "বিএনপি স্থানীয় সরকার নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিলেও দলের নেতারা নির্বাচনে অংশ নিয়েছে। এখন পরাজিত হয়ে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে তারা।" সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রাজ্জাক সরকারের উদ্দেশে বলেন, "জাতি বঙ্গবন্ধুর মূল্যায়ন চায়। হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে তা বাস্তবায়ন করুন। তা না হলে জনরোষে পড়তে হবে।" তিনি বলেন, "সিটি করপোরেশন ও পৌর নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে জনগণ আওয়ামী লীগের পক্ষে। যারা আঁতাতের অভিযোগ এনেছে, তারা টেস্ট কেইস-এ ফেল করেছে।" সভাপিতমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "আসল খেলা হবে জাতীয় নির্বাচনে। জরুরি আইনে নির্বাচন করা হলে সরকারের আসল চেহারা বোঝা যাবে।" সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "অনেকে বলেন- জরুরি অবস্থায় নির্বাচন হলে ভাল। অথচ জরুরি অবস্থা মানেই মৌলিক অধিকার কেড়ে নেয়া।" অন্যান্যের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, কেন্দ্রীয় নেতা দীপু মণি, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এর আগে সকাল ১০টায় যুবলীগের প্রতীক অনশন কর্মসূচি শুরুর শুরতে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, "আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে।"
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন