Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১০ আগ, ২০০৮

লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা উপকূল ছাড়িয়েছে
Sun, Aug 10th, 2008 1:00 pm BdST
ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের লঘুচাপটি মৌসুমী নিম্নচাপে পরিণত হয়ে রোববার সকালে উড়িষ্যা উপকূলের পুরী ও কোনার্কের মধ্য দিয়ে অতিক্রম করেছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে বলেও আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মাহমুদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুচাপের উচ্চমাত্রার তারতম্য বিরাজ করছে। মাহমুদুল কবির আরো জানান, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সমুদ্রবন্দরগুলোও ঝোড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে এখনো ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় শনিবার সকাল ১০টায় লঘুচাপটির সৃষ্টি হয়।

কোন মন্তব্য নেই: