Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১০ আগ, ২০০৮

সিপিবিতে মঞ্জু সভাপতি ও সেলিম সম্পাদক পদে পুনর্নির্বাচিত
Sun, Aug 10th, 2008 1:05 pm BdST
ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) সভাপতি পদে মনজুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম সেলিম পুনর্নির্বাচিত হয়েছেন। দলের নবম কংগ্রেসে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। তিন দিনব্যাপী কংগ্রেস গত বৃহস্পতিবার শুরু হয়। শনিবার রাতে কংগ্রেস শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কংগ্রেসে ৪২ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বিদায়ী কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা ছিল ৪১। এবারের কংগ্রেসে দলের যে কোনও স্তরের কমিটিতে এক তৃতীয়াংশ নারী সদস্য রাখা এবং সভাপতিমণ্ডলীর সদস্য ও সম্পাদকদের অন্য কোনও পেশায় না থাকার বিধান রেখে গঠনতন্ত্রে বেশ কিছু সংশোধন আনা হয়েছে। সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন- সহিদুল্লাহ চৌধুরী, সৈয়দ আবু জাফর আহমেদ, শাহ আলম, শেখ মনিরুজ্জামান ও শাহাদাত হোসেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সভাপতিমণ্ডলীর সদস্য থাকছেন। এছাড়া কংগ্রেসে ১৯১ সদস্যের জাতীয় পরিষদও ঘোষণা করা হয়। কংগ্রেসে জানানো হয়, দেশের ৬০টি জেলায় সিপিবির কমিটি রয়েছে। এছাড়া বান্দরবান, খাগড়াছড়ি, শেরপুর ও মুন্সীগঞ্জে শাখা কমিটি রয়েছে। বর্তমানে সারাদেশে সিপিবির সদস্য সংখ্যা ৭৩০০ জন। সিপিবির কংগ্রেসে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, চীন ও ভিয়েতনাম থেকে ১৩ জন প্রতিনিধি অংশ নেন।

কোন মন্তব্য নেই: