Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

২৩ অক্টো, ২০০৮

অনুভুতি

হাত দুটি ছুয়ে দেব কি
যদি অবাক না হও ।
চিবুকে হাত দেব কি
হবে নাকি নির্বাক ।
তোমার চুলের উন্মাতাল সুভাষও পাচ্ছি
বেলি...চামেলী নাকি অন্যকিছু ?
শুকে নেব একটু কি
থাক ।
বড্ড আকাংখা আরও হরেক কিছু
সন্মোহিত চোখ,ঠোট
কিংবা বাহুডোর একাত্মতা কতকিছু.......।
আমিও তো নির্বাক!
অচেতন মনের হেয়ালি আকাংখায়
গোলাপের কাঁটার আঁচড়
কে চায় বল ??

কোন মন্তব্য নেই: