Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

২৫ অক্টো, ২০০৮

যদি বলো-

তুমি চাও সুর্য
আমি বলি ঠিক আছে
চন্দ্রটাই আমার
তুমি বলো তাও না
ওটাও চাই আমার
আমি বলি ঠিক আছে
তাঁরা গুলিই নয় আমার
চটে গিয়ে তুমি বলো
মানিনা,ওগুলোও চাই আমার
আমি বলি সব নেবে
বাকি নেই কিছু আর
তুমি বলো ঠিক আছে
তুমি শুধু যে আমার।

কোন মন্তব্য নেই: