Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

২ নভে, ২০০৮

নির্মমতা-


তোমার ছায়া সুনিবিড় সুশীতল মনে
একটি বার ও ক্ষনের স্হান নিইনি কি আমি ?
যেখানে- সুদীর্ঘ পরিচিতি, ভাবাবেগ- আলাপন
মনোবান্চনা-কামনা কিইনা ছিল অবশেষ
যেখানে স্বীকৃত ছিল
হেয়ালী প্ববন্চনা,খানিক উতপাত-উতকন্ঠাও
অদ্ভুত দুষ্টি জ্বালাতনাও
সবিই বুজি বৃথা ,মুল্যহীন - অপাংক্তেয় আজ
আর নষ্টামির ইতিবৃত্ত ।
ধরাকে অবাক করবেনা বলে কথা দিয়ে-
বিচিত্ররুপে এখন বল ওটা দু:স্বপ্নময়
প্রকৃতিরাগী কলুষিত-কলংক ব্যার্থ জীবন
পরগাছা নিধনের মত নির্মমতার মুখে
এখন আমার অবকাশটাই মৃত ।

কোন মন্তব্য নেই: