তুমি যখন ছিলে, তখন-
পৃথিবীটা সতেজ ছিল
সূর্যের উজ্জল চমক আর-
চন্দ্রের বিমোহীত রুপ ছিল
সাগরের ঢেউ ছিল
জোস্নার আলোকিত রুপ ছিল ।
অথচ, তুমি নেই বলে-
সবকিছুর অপুর্ণতা শোভা পাচ্ছিল ।
তুমি যখন ছিলে,তখন-
প্রানময় প্রশান্তি ছিল
সকালের অপরুপ শুভ্রতা ছিল
দুপুরের খরতাপ ছিল
বিকেলের স্নিগ্ধতা ছিল ।
অথচ, তুমি নেই বলে-
সবকিছুর অপূর্ণতা শোভা পাচ্ছিল ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন