Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

৮ আগ, ২০০৮

চট্টগ্রাম কাস্টমস হাউসে স্বয়ংক্রিয় শুল্কায়ন পদ্ধতি চালু
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনলাইনে কয়েকটি প্রতিষ্ঠানের রপ্তানি ও আমদানি পণ্যের বিবরণ দাখিলের মাধ্যমে চট্টগ্রাম কাস্টমস হাউসে আনুষ্ঠানিকভাবে স্বয়ংক্রিয় (অটোমেশন) শুল্কায়ন পদ্ধতি চালু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম কাস্টমস হাউসে এই প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করা হয়। প্রথম ধাপ ঠিকভাবে চললে মুল ধাপ অর্থাৎ স্বয়ংক্রিয় শুল্কায়ন পদ্ধতির পুরো কাজ এ মাসেই শুরু হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও চট্টগ্রাম কাস্টমস হাউসের তত্ত্বাবধানে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রথম দিনে মার্কস লাইন, এপিএল ও পেনিনসুলা শিপিং লাইনসসহ বেশ কয়েকটি শিপিং এজেন্ট অনলাইনে নিজেদের কার্যালয় থেকে ইজিএম (এক্সপোর্ট জেনারেল ম্যানিফেস্ট/রপ্তানি পন্যের বিবরণ) এবং আইজিএম (ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট/আমদানি পণ্যের বিবরণ) অনলাইনে দাখিল করে। চট্টগ্রাম টাস্কফোর্স অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুল্ক কমিশনার (আমদানি) মো. শাহ আলম খান, কমিশনার (রপ্তানি) মারগূব আহমেদ, স্বয়ংক্রিয় (অটোমেশন) কার্যক্রমের মূখ্য সমন্বয়ক এবং শিল্প ও বণিক সমিতি- এফবিসিসিআই ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক মো. আমিরুল হক, তৈরি পোশাক প্রস্তুককারক ও রপ্তানিকারকদের সংগঠন- বিজিএমইএ সহ-সভাপতি এম এ সালাম প্রমুখ। দেরিতে হলেও স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বক্তারা বলেন, এতে সময়ের যেমন সাশ্রয় হবে তেমনি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। দেশের অন্যান্য কাস্টমস হাউসে এখন এই পদ্ধতি চালু করা উচিত বলেও তারা মন্তব্য করেন। তারা বলেন, এ পদ্ধতিতে শুল্কায়ন শুরু হলে এখন থেকে কাস্টমস হাউস ও বন্দর ব্যবহারকারীদের আর কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। নিজ কার্যালয়ে বসেই আমদানি ও রপ্তানিকৃত পণ্যের বিবরণ দাখিল করতে পারবেন।

কোন মন্তব্য নেই: