পার্বত্য চট্টগ্রামে শিশুদের জন্য বোর্ডিং স্কুল হবে: রাশেদা কে চৌধুরী
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামে শিশুদের জন্য বোর্ডিং স্কুল করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। বৃহস্পতিবার বিকালে রাজধানীর দৃক গ্যালারিতে "বাংলাদেশের আদিবাসী নারী" শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এই কথা জানান। তিনি বলেন "পার্বত্য এলাকায় শিশুদের স্কুলমুখী করার চেষ্টা চলছে। এজন্য এসব এলাকায় বোর্ডিং স্কুল করা হবে।" পার্বত্য এলাকায় প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও প্রয়োজনবোধে যোগ্যতা আপাতত শিথিল করা হবে বলে জানান তিনি। আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখে ধানমণ্ডির দৃক গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজন করেছে বেসরকারি সংস্থা অ্যাকশন এইড। আলোকচিত্রী মাহমুদের তোলা ছবিতে আদিবাসী নারীদের জীবনধারার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে এতে। আগামী ১৩ আগস্ট পর্যন্ত চলবে প্রদর্শনী। বক্তব্যে আদিবাসীদের ঐতিহ্যর বিভিন্ন দিক উল্লেখ করে উপদেষ্টা বলেন, "সরকার ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমেই আমরা আদিবাসীদে এই ঐতিহ্য ধরে রাখতে পারব।" পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন,"সমাজে নারীরা আজও দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে স্বীকৃত। তারা নানাভাবে বঞ্চিত হচ্ছে। " অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, অ্যাকশন এইডের আঞ্চলিক পরিচালক (কান্ট্রি ডিরেক্টর) ফারাহ কবীর প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন