Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

৯ আগ, ২০০৮

যে কোনো মূল্যে ১৪ দলের ঐক্য ধরে রাখবো: তোফায়েল
স্বাধীনতার সপক্ষের যে কেউ প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করলে তার সঙ্গেই আওয়ামী লীগের নির্বাচনী ঐক্য হবে। একইসঙ্গে যে কোনো মূল্যে ১৪ দলের ঐক্য ধরে রাখবে দলটি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ শনিবার সন্ধ্যায় রাজধানীতে 'চলমান রাজনৈতিক সংকট উত্তরণে প্রয়োজন, স্বাধীনতা সপক্ষশক্তির ঐক্য ও নির্বাচিত সরকার' শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে 'আমরা সূর্যমুখী' সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় তোফায়েল বলেন, "১৪ দলের ঐক্য আমরা যেকোনো মূল্যে ধরে রাখবো। এছাড়াও নির্বাচনের আগে স্বাধীনতার সপক্ষের যে কেউ যদি প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের বিচার চায়, তাহলে তাদের সঙ্গেও আমাদের ঐক্য হবে।" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর আরেকজন সদস্য আমির হোসেন আমু জাতীয় নির্বাচনের পর পরই যেকোনো তারিখে উপজেলা নির্বাচনের তফসিল এখনই ঘোষণা করার আহবান জানান নির্বাচন কমিশনের প্রতি। তিনি সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, "উপজেলা নির্বাচন করা নিয়ে দ্বিমত নেই আমাদের।" নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকাতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন বলে দাবি করে আমু বলেন, "জরুরি অবস্থার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এর পাশাপাশি জনগণের মধ্যে ভয়ভীতিও ছিল।" আওয়ামী লীগের এ প্রবীণ নেতা আরও বলেন, "যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম তা হলে এখন আর ঐক্যের কথা বলতে হতো না। স্বাধীনতার পর একপক্ষ বের হয়ে গিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে স্লোগান দিলো 'রুশ- ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান'।" তিনি বলেন, "এই রুশ ও ভারত স্বাধীনতার সময় আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছিল। তারা ছিল আমাদের বন্ধূ।" কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে আমু বলেন, "আপনারা মুক্তিযুদ্ধের কথা বলবেন, কিন্তু বঙ্গবন্ধুকে জাতির পিতা বলবেন না। রণাঙ্গণের স্লোগান 'জয় বাংলা' বলবেন না।" এর আগে তোফায়েল আহমদ বলেন, "আমরা অতীতে ভুল করে থাকতে পারি। সে ভুল শুধরে স্বাধীনতার সপক্ষের শক্তির সঙ্গে ঐক্য করবো।" তোফায়েল অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে জিতেছেন বলেই সরকার আগে উপজেলা নির্বাচন করে জাতীয় নির্বাচন বানচাল করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাবেক যুগ্ম সচিব ড.মুজিবুর রহমান ও সংগঠনের সমন্বয় সম্পাদক শফিকুল ইসলাম। এর আগে বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৭৯ তম জন্মদিন উপলক্ষে মহিলা আওয়ামী লীগৈর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সাহারা খাতুন, বেবী মওদুদ প্রমুখ বক্তব্য দেন।

কোন মন্তব্য নেই: