Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

৯ আগ, ২০০৮

বিনিয়োগ বোর্ডকে নতুন ধ্যান-ধারণা প্রয়োগের পরামর্শ প্রধান উপদেষ্টার
Sat, Aug 9th, 2008 7:20 pm BdST
ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বিনিয়োগ বোর্ড সদস্যদের নতুন ধ্যান-ধারণা, বাস্তব পরামর্শ ও সময়োপযোগী প্রস্তাবের সন্নিবেশ ঘটানোর পরামর্শ দিয়েছেন। প্রধান উপদেষ্টা শনিবার তার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ বোর্ডের ২১তম সভায় এ পরামর্শের আলোকে কৌশলগত পরিকল্পনা সংশোধন করে বোর্ডের পরবর্তী সভায় উপস্থাপনেরও নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মো. সরওয়ার আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রস্তাবিত কৌশলগত পুনর্বিন্যাস পরিকল্পনার ওপর বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বোর্ডের উন্নয়ন ও সাংগঠনিক কাঠামো যুগোপযোগী করা, বিনিয়োগ সংক্রান্ত আইন ও বিনিয়োগ প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সংশোধন এবং বোর্ডের সামর্থ্য ও দক্ষতা বাড়ানোর বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

কোন মন্তব্য নেই: