Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১১ আগ, ২০০৮

কারাগারে ভোটার হবেন না খালেদা
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগারে বন্দি অবস্থায় ভোটার হবেন না সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ভোটার তালিকাভুক্তির সম্মতি নিতে কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সোমবার বিকেলে বিশেষ কারাগারে খালেদার সঙ্গে দেখা করলে তিনি অসম্মতির কথা জানিয়ে দেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে কারাগার থেকে বেরিয়ে উপ-মহাপরিদর্শক সাংবাদিকদের বলেন, "সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানিয়েছেন, তিনি ভোটার হবেন, তবে কারাগারে থাকা অবস্থায় নয়।" মেজর ছিদ্দিকী জানান, নির্বাচনী আইন সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি ভোটার না হলে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধ রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বেগম জিয়ার মুক্তির বিষয়ে কোনো কাগজপত্র আমাদের হাতে আসেনি।" সরকারের একাধিক উপদেষ্টা উপদেষ্টা গত দুদিনে বলেছেন, খালেদার মুক্তি প্রক্রিয়া 'শেষ পর্যায়ে' রয়েছে। এদিকে, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সোমবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের বলেন, "আজ ডিসিসির ভোটার নিবন্ধন ও শুদ্ধিকরণের শেষ দিনে খালেদা জিয়া ভোটার হবেন বলে আমরা আশা করছি। ভোটার হওয়ার জন্য কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাকে অনুরোধ করেছি। এখন তিনি ভোটার হবেন কিনা সেটি তার বিবেচনার বিষয়।" খালেদা জিয়া সোমবার ভোটার না হলে পরে সুযোগ পাবেন কিনা- প্রশ্নের জবাবে কমিশনার বলেন, "এটা সময়ই বলে দেবে।" এর আগে রোববার কারা উপ-মহাপরিদর্শক সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ে ভোটার না হলে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ সম্পর্কে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানতে চেয়েছেন খালেদা জিয়া। কারা উপ-মহাপরিদর্শক রোববারই কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত কাগজপত্র নিয়ে যান। উপদেষ্টা পরিষদে অনুমোদিত গণপ্রতিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) এর ১৩ ধারার 'ছ' উপধারায় বলা হয়েছে কেউ ভোটার হিসেবে তালিকাভুক্ত না হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচন কমিশনার ছহুল হোসেন বিকেলে সাংবাদিকদের বলেন, "এবার টেকনিক্যাল কারণে খসড়া ভোটার তালিকার পর নতুন করে নাম নিবন্ধনের সুযোগ থাকবে না। ঢাকা সিটি করপোরেশনে খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্তি-সংশোধন বা কর্তনের কাজ শেষ হবে ১১ আগস্ট। এ কারণে খালেদা জিয়াকে ওই তারিখের মধ্যেই নাম নিবন্ধন করাতে হবে।" এদিকে, ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা বিভাগের ৩০ জন গুরুত্বপূর্ণ কারাবন্দির জন্য ভোটার ফর্ম কারা কর্তৃপক্ষকে আমরা দিয়েছি। কারা কর্তৃপক্ষ যথাসময়ে তা পূরণ করে ফেরত দেবেন বলে জানিয়েছেন।" বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থেকে ভোটার হতে অস্বীকৃতি জানালেও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কারাগারে থেকে গত ১০ মার্চ ভোটার তালিকাভুক্ত হয়েছেন।

কোন মন্তব্য নেই: