Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

৫ আগ, ২০০৮

ফল নিয়ে অভিযোগের অবকাশ নেই: সিইসি
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি কর্পোরেশন ও নয় পৌরসভায় সুষ্ঠু নির্বাচন হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মঙ্গলবার বলেছেন, ঘোষিত ফলাফল নিয়ে কোনো ধরনের অভিযোগ তোলার অবকাশ নেই। আগামী নির্বাচনগুলোও সুষ্ঠুভাবে হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সিটি ও পৌর নির্বাচনের একদিন পর নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি সাংবাদিকদের বলেন, "নির্বাচনের মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। সার্বিকভাবে এবার ৮০ শতাংশ ভোট পড়েছে। ছোটখাট পৌরসভায়ও এ হার প্রায় ৯৫ শতাংশ ছিল। নির্বাচনের পরে এখন পর্যন্ত কোনো অভিযোগও পাইনি।" বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীদের ফল প্রত্যাখানের বিষয়টি তোলা হলে তিনি বলেন, "বরিশালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আর তীব্র প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে এ ধরনের ছোটখাটো অভিযোগ উঠতেই পারে।" সোমবার রাতে ভোট গণনার শেষদিকে বরিশালে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরণ ফল প্রত্যাখ্যান করেন। ফল প্রকাশের পর নিকটতম প্রতিদ্বন্দ্বী পিডিপি নেতা শরফুদ্দিন সান্টু তা প্রত্যাখ্যান করেন। ফল প্রকাশে দেরির বিষয়ে সিইসি বলেন, "আমরা নিখুঁতভাবে ফল প্রকাশ করতে চেয়েছি বলে কোথাও কোথাও একটু দেরি হয়েছে।" নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এ সফলতায় সবার সহযোগিতা রয়েছে। আমরা যে প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি তাতে আশা রাখি, আগামী নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।" নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে শামসুল হুদা বলেন, "আমাদের আকাক্সক্ষা ছিল নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের অংশগ্রহণ বাড়বে। কিন্তু তা পুরোপুরি দেখা যায়নি। এ বিষয়ে স্থানীয় জনগণ ও রাজনৈতিক দলের এগিয়ে আসতে হবে।" একইসঙ্গে তিনি বলেন, "পুরনো নেতারাই নির্বাচনে এসেছে। তাদের মধ্যে যাদেরকে ভোটাররা ভালো মনে করেছে তারাই জয়ী হয়েছেন।" ভোটার ক্রমিক নম্বর নিয়ে জটিলতার প্রসঙ্গে সিইসি বলেন, "ছোটখাট ভুলের জন্য আমরা ক্ষমা চাই। এ নির্বাচনের অভিজ্ঞতা আগামী নির্বাচনে আমাদের কাজে লাগবে। দেশি-বিদেশি পর্যবেক্ষকদের প্রতিবেদন এবং নিজেদের চিহ্নিত করা ত্র"টিগুলো নিয়ে আমরা বসবো। এরপর আগামী কর্মপরিকল্পনা ঠিক করবো।"

কোন মন্তব্য নেই: