খালেদার মুক্তির 'সময়সীমা' শেষ হওয়ায় করণীয় ঠিক করতে বৈঠক ডেকেছেন দেলোয়ার
সরকারকে বেঁধে দেওয়া ৭২ ঘন্টার মধ্যে খালেদা জিয়া মুক্তি না পাওয়ায় পরবর্তী কর্মসূচি ঠিক করতে খোন্দকার দেলোয়ার হোসেন চার দলের মহাসচিব পর্যায়ে বৈঠক ডেকেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে এ বৈঠক হবে । গত ১০ আগস্ট বিকালে রাজধানীতে চার দলের এক সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন খালেদা জিয়াকে ৭২ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সময়সীমা বেঁধে দেন। বুধবার বিকালে ওই সময়সীমা শেষ হয়েছে। বুধবার বিকালে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' চার দলের বৈঠক ডেকেছেন মহাসচিব। কাল দুপুরে ওই বৈঠকে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।'' গত শনিবার দু'জন উপদেষ্টা খালেদার মুক্তির প্রক্রিয়া চূড়ান্ত বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করার পরদিন খোন্দকার দেলোয়ারের সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি বিএনপির অনেক মাঠ পর্যায়ের নেতা-কর্মীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাদের মতে, সরকারকে সময়সীমা বেঁধে দিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া খালেদার মুক্তি প্রক্রিয়াকে বিলম্বিত করেছে। তবে মহাসচিবের সময়সীমা বেঁধে দেওয়া সমর্থন করে দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেন, সরকার খালেদার মুক্তির দাবিতে এতদিন ধরে কর্ণপাত না করায় সময়সীমা দেওয়া হয়েছে। এ নিয়ে বিএনপি ও চার দলীয় জোটের অংশীদারদের মধ্যে কোনো মতভিন্নতা নেই বলে দাবি করেন তিনি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন