যত দ্রুত সম্ভব খালেদার মুক্তির চেষ্টা হচ্ছে: প্রধান উপদেষ্টা
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যত দ্রুত সম্ভব বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, "স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়া চলছে। বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। যত দ্রুত সম্ভব তার মুক্তির চেষ্টা করছি।" উপজেলা নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "স¤প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। জরুরি আইন শিথিল করে নির্বাচন অনুষ্ঠানের অভিজ্ঞতা উপজেলা নির্বাচন অনুষ্ঠানের সময়ও বিবেচনায় নেওয়া হবে।" জরুরি বিধিমালা তুলে নেওয়ার কোন সুপারিশ এলে সেগুলো বিবেচনা করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। সরকার দুর্নীতি বিরোধী অবস্থান থেকে সরে আসছে বলে বিভিন্ন মহলে যে অভিযোগ ওঠেছে- এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "অনেকের কাছে মনে হচ্ছে দুর্নীতি বিরোধী অবস্থান থেকে সরকার সরে এসেছে; তবে বিষয়টি মোটেই তা নয়। দুর্নীতিতে যারা অভিযুক্ত হয়েছেন, আইনি কাঠামোর মধ্যে তাদের বিচার প্রক্রিয়া চলছে।" জামিনের বিষয়টি সম্পূর্ণ বিচার বিভাগের বিষয় বলে মন্তব্য করেন তিনি। ফখরুদ্দীন আহমদ আরো বলেন, "দুর্নীতির বিরুদ্ধে সরকারের একদিকে শক্ত অবস্থনে রয়েছে, অন্যদিকে মূল লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। এদিক বিবেচনায় এখন রাজনৈতিক বিষয় সামনে এসে দাঁড়িয়েছে। কারণ সরকার চায় সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। এই বিবেচনায় সরকার সামগ্রিক দিকগুলো নিয়ে কাজ করছে।"
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন