Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১২ আগ, ২০০৮

২৭০ রুগ্ন পোশাক কারখানার ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পের ২৭০টি রুগ্ন (বন্ধ) কারখানা আবার চালু করতে এগুলোর ব্যাংক ঋণ পুনঃতফসিল ও এর সুদ মওকুফসহ পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ে মঙ্গলবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ। জিল্লুর রহমান বলেন, "দেশের অর্থনীতি, রপ্তানি বাণিজ্য এবং কর্মসংস্থান সৃষ্টিতে তৈরি পোশাক শিল্পের বিশেষ অবদানের বিষয়টি বিবেচনায় এনে দীর্ঘদিন বন্ধ থাকা রুগ্ন কারখানার সমস্যা সমাধানের জন্য সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।" সভায় ঠিক হয়, নানা কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ২৭০টি কারখানার ঋণ পুনঃতফসিলের জন্য তালিকা দু-একদিনের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয় আগামী দু'সপ্তাহের মধ্যে কারখানাগুলোর সুদ মওকুফসহ ১০ বছরের ঋণ পুনঃতফসিলের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রতি আদেশ জারি করবে। এছাড়া অর্থঋণ ও দেউলিয়া আদালতে এসব কারখানার বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য অর্থ ও আইন মন্ত্রণালয়কে অনুরোধ করবে বাণিজ্য মন্ত্রণালয়। কারখানাগুলোর দীর্ঘদিনের অনাদায়ী আয়কর মওকুফের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকেও অনুরোধ জানানো হবে। বিভিন্ন কারণে রুগ্ন হয়ে পড়া এসব কারখানা সচল করার উদ্যোগ নিতে এর আগে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ বিষয়ে আনোয়ার পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাসহ নানান কারণে বিভিন্ন সময়ে প্রায় ১৯০০ পেশাক কারখানা রুগ্ন হয়ে পড়ে। এর মধ্যে ২৭০টি কারখানার ঋণ পুনঃতফসিলের জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি।"

কোন মন্তব্য নেই: