Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

৮ আগ, ২০০৮

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিরোধী আ. লীগ
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন ও তাদের গ্রেপ্তারি ক্ষমতা দেয়ার বিরোধিতা করেছে আওয়ামী লীগ। দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান শুক্রবার বলেছেন, "সেনাবাহিনীকে এ ক্ষমতা দেয়া সমর্থনযোগ্য নয়।" বিকেলে গুলশানে নিজের বাসায় তরুণ লীগ নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জিল্লুর রহমান বলেন, "গ্রামাঞ্চলের মানুষ সেনাবাহিনীর ভয়ে এমনিতেই ভীতসন্তস্ত্র। তার ওপর নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করা হলে ভোট কাস্টিং কম হবে।" এর আগে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসন্ন উপজেলা নির্বাচনে গ্রেপ্তারি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন করা হবে। সবার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "দলীয় সভানেত্রী শেখ হাসিনা বলেছেন- জাতীয় নির্বাচনের আগে অন্য কোন নির্বাচন বাঞ্ছনীয় নয়। আমরা তার সঙ্গে একমত। সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন আমরা চাই না। সরকার আগে উপজেলা নির্বাচনের আয়োজন করলে আওয়ামী লীগ অবস্থা বুঝে ব্যবস্থা নেবে।" দেশে শান্তিপূর্ণ ও স্বাভাবিক অবস্থা বজায় রয়েছে দাবি করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "দেশে এমন কোন অবস্থা নেই যে জরুরি আইন বহাল রাখতে হবে।" তিনি বলেন, জরুরি আইনের মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগ তাতে অংশ নেবে না। জিল্লুর রহমান পরে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৭৯তম জš§দিন উপলক্ষে বঙ্গমাতা পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

কোন মন্তব্য নেই: