মোহাম্মদ নাসিম মুক্ত
বিডিনিউজ- দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অসুস্থ মোহাম্মদ নাসিম মুক্তি পেয়েছেন। শনিবার বেলা ১২ টা ৫ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধান নাসিমের কক্ষ থেকে কারা রক্ষীদের পাহারা সরিয়ে নেওয়া হয়। ২০০৭ এর ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ৪ ফেব্রয়ারি গ্রেপ্তার হন নাসিম। ১৮ মাস ১১ দিন কারাভোগের পর নাসিম মুক্তি পেলেন। গত ৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ তাকে চার মাসের জামিন দেয়। উপ মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী শনিবার ১২টা ১০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' হাইকোর্টের আদেশে মোহাম্মদ নাসিমকে মুক্তি দেওয়া হয়েছে।'' তিনি জানান, এখন নাসিম হাসপাতালেই থাকবেন বলে জানিয়েছেন, পরে চিকিৎসার জন্য বিদেশে যাবেন। মস্তিষ্কে রক্তঃক্ষরণে আক্রান্ত মোহাম্মদ নাসিম এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে। নাসিম মুক্তিলাভের পর তার ছোট ভাই রেজাউল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' বড় ভাই মুক্তি পেয়েছেন। তিনি এখন হাসপাতালেই থাকবেন।'' মুক্তির পর আত্মীয়-স্বজন ও দলীয় কয়েকজন নেতা ল্যাব এইড হাসপাতালের ৬ তলার ৬৬৬ নম্বর কক্ষে গিয়ে ফুল দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম এ সদস্যকে অভিনন্দন জানান। অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে বিশেষ আদালত গত বছর ৮ অক্টোবর মোহাম্মদ নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড দেয়।। গতবছর ২১ মার্চ দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে। তার বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ৬৭৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন