Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১০ আগ, ২০০৮

১৫ আগস্ট জাতীয় শোক দিবস
১৫ আগস্টকে আবার জাতীয় শোক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওইদিন সরকারি ছুটি থাকবে। হাইকোর্টের রায় মেনে সরকার এই সিদ্ধান্ত নিল। রোববার বিকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালের ৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যার দিনটিকে জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণা করেছিল। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে ২০০২ সালের ২২ জুন তা বাতিল করে দেয়। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, "হাইকোর্ট ১৫ আগস্ট সর্ম্পকে যে রায় দিয়েছে, উপদেষ্টা পরিষদ তা অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে।" বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার দিন ১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালন এবং ওই দিনের সরকারি ছুটি বাতিল করার জোট সরকারের সিদ্ধান্তকে হাইকোর্ট গত ২৭ জুলাই অবৈধ ঘোষণা করে। আওয়ামী লীগ সমর্থক তিন আইনজীবীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ ও এম আশফাকুল ইসলামের বেঞ্চ এ রায় দেয়। স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কতিপয় 'বিপথগামী' সদস্যের হাতে সপরিবারে নিহত হন। তাদের পেছনে কয়েকজন রাজনীতিকের ইন্ধনও ছিল বলে মনে করা হয়। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

কোন মন্তব্য নেই: