Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১৬ আগ, ২০০৮

শনিবার রাতে পবিত্র শবেবরাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার রাতে পবিত্র শবেবরাত। ইসলামী বর্ষপঞ্জির পাঁচটি মর্যাদাপূর্ণ রাতের অন্যতম এ রাতে সৃষ্টিকর্তা আল্লাহ সবার ভাগ্য নির্ধারণ করেন বলে মুসলমানরা বিশ্বাস করেন। পবিত্র শবেবরাত বা 'সৌভাগ্যের রজনীর' সন্ধ্যা নামতেই মসজিদগুলোতে ভিড় জমিয়ে আল্ল¬াহর সন্তুষ্টির প্রত্যাশায় ইবাদত বন্দেগিতে শামিল হবেন ধর্মপ্রাণরা। বাড়িতেও প্রার্থনায় মগ্ন হবেন অনেকে। এ বাড়ি থেকে ও বাড়িতে পাঠানো হবে শবেবরাতের প্রথায় পরিণত রুটি ও হালুয়াসহ নানা মিষ্টান্ন। দরিদ্র মানুষও তার ভাগ পাবেন। রাজধানীসহ সারাদেশের অনেক মসজিদে ওয়াজ মাহফিল ও জিকির আজকারের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় সংগঠন আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাতে ওয়াজ মাহফিল হবে। এদিকে শবে বরাতের পবিত্রতা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় শনিবার সন্ধ্যা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিস্ফোরক, আতশবাজি,পটকাসহ বিপজ্জনক দ্রব্য বহন ও ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে। পুরনো ঐতিহ্যের ধারাবাহিকতায় শবে বরাতের রাতে বিশেষ করে শিশুকিশোররা আতশবাজি জ্বালিয়ে উৎসব করে যা থেকে অনেক সময় দুর্ঘটনা ঘটে। দিবসটি উপলক্ষে টেলিভিশন ও বেতার চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা স¤প্রচার করছে। সংবাদপত্রে প্রকাশিত হয়েছে বিশেষ নিবন্ধ।

কোন মন্তব্য নেই: