ভোটার না হলেও নির্বাচন করতে বাধা নেই খালেদার: স্পিকার
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোটার তালিকায় নিবন্ধিত না হলেও, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে স্পিকার বলেন, "সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী ন্যূনতম ২৫ বছর বয়সের যে কোনো বাংলাদেশী নাগরিক সাধারণ নির্বাচনের প্রার্থী হতে পারেন।" সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো আইন বা অধ্যাদেশ কার্যকর হয় না জানিয়ে স্পিকার বলেন, "কোনো আইন বা অধ্যাদেশের সঙ্গে সংবিধানের বিরোধ দেখা দিলে সংবিধানকেই মেনে চলার বিধান রয়েছে। সরকার এ ধরনের অসঙ্গতিপূর্ণ আইন করতে পারে না।" এর আগে কারাগারে থেকে ভোটার হওয়ার বিষয়ে অস্বীকৃতি জানান খালেদা জিয়া। ভোটার তালিকাভুক্তির সম্মতি নিতে কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সোমবার বিকেলে বিশেষ কারাগারে খালেদার সঙ্গে দেখা করলে তিনি অসম্মতির কথা জানিয়ে দেন। মেজর ছিদ্দিকী জানান, নির্বাচনী আইন সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি ভোটার না হলে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধ রয়েছে। উপদেষ্টা পরিষদে অনুমোদিত গণপ্রতিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) এর ১৩ ধারার 'ছ' উপধারায় বলা হয়েছে কেউ ভোটার হিসেবে তালিকাভুক্ত না হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এ ব্যাপারে মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংশোধিত অধ্যাদেশটি সংবিধানের সঙ্গে বিরোধপূর্ণ কিনা- সে ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। এ ব্যাপারে আইন বিশেষজ্ঞদের জিজ্ঞেস করুন।"
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন