Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১০ আগ, ২০০৮

রোজায় অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা
আসন্ন রমজান মাসে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সূচি হবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান, রোজায় দুপর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে আগের মতোই শুক্র ও শনিবার। তবে বাংলাদেশ ব্যাংক ও আদালতগুলো নিজস্ব বিধি অনুযায়ী তাদের সময়সূচি ঠিক করবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ফাহিম মুনয়েম জানান, ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সংশোধনের একটি প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। এর ফলে এ অধ্যাদেশের আওতায় কম্পিউটারের মাধ্যমে সার্বিক সেবা প্রদানের জন্য সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক ও উপ-নিয়ন্ত্রকসহ বিভিন্ন পর্যায়ে লোকবল নিয়োগের ক্ষেত্রে জটিলতার নিরসন হবে। আগে এসব পদে লোকবল নিয়োগের ক্ষেত্রে কিছু সময়গত বাধ্যবাধকতা ছিল। ২০০৬ সালের ৮ অক্টোবর আইনটি প্রণয়ন করা হয়েছিল। প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদ স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধনী অধ্যাদেশ ২০০৮ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধনী অধ্যাদেশ ২০০৮ এও নীতিগত অনুমোদন দিয়েছে। এছাড়া ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি (সিআরপিসি) সংশোধন সংক্রান্ত একটি প্রস্তাব বৈঠকে উত্থাপন করা হয়। তবে উপদেষ্টা পরিষদ প্রস্তাবটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে উপস্থাপনের নির্দেশ দিয়েছে।

কোন মন্তব্য নেই: