নিউ ইয়র্ক কনস্যুলেটে ১৮ শ' অনাবাসীর বাংলাদেশীর বিশেষ মর্যাদার আবেদন
বিডিনিউজ-মাত্র একমাসে ১৮ শ' অনাবাসী বাংলাদেশী নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে দেশে বিশেষ মর্যাদা পাওয়ার জন্য আবেদন করেছেন। কনসাল জেনারেল এম শামসুল হক স¤প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে শেহাবউদ্দীন কিসলু জানান, কনসাল জেনারেল জুলাই মাসে আবেদনের ওই হিসাব জানিয়ে বলেছেন, তথ্য বা যথাযথ কাগজের অভাবে আরো অনেকের আবেদন অসম্পূর্ণ রয়েছে। বিশেষ মর্যাদা পেলে অনাবাসী বাংলাদেশীরা কীভাবে উপকৃত হবেন এ প্রশ্নের জবাবে কনসাল জেনারেল বলেন, সরকারের মাঠ পর্যায়ে প্রবাসীদের জন্য সেবার মান বাড়বে। অনাবাসী নাগরিকের পরিচয়পত্র থাকার কারণে তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে আরো ভালো সেবা পাওয়ার আশা করতে পারবেন। এছাড়া দেশে এক লাখ ডলারের বেশি যারা পাঠাবেন তারা বিমানবন্দরে বিশেষ সেবা পাবেন। বাংলাদেশী এই কূটনীতিক স্বীকার করেন সময় বাড়ানো হলে এ ব্যাপারে আরো অনেক বেশি সাড়া পাওয়া যেত। সরকারের এ পরিকল্পনার প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করে তিনি বলেন, নিঃসন্দেহে এ উদ্যোগ রেমিট্যান্স বাড়াতে বড় ভূমিকা রাখবে। কনসাল জেনারেল উল্লেখ করেন যুক্তরাষ্ট্র থেকে গত অর্থ বছরে বাংলাদেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল সাড়ে ৭ শ' কোটি ডলার যা আগামী বছর আরো বেড়ে ৯ শ' কোটি ডলারে উঠবে বলে আশা করা হচ্ছে। অনাবাসী বাংলাদেশীর পরিচয়পত্রের মেয়াদ হবে এক বছর এবং তা বাংলাদেশে মনোনীতদের কাছে ডাকযোগে পাঠানো হবে বা বাংলাদেশী কনস্যুলেট নির্দিষ্ট এলাকায় বিতরণ করবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন