Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১৬ আগ, ২০০৮

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তিন ছাত্রকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়
বিডিনিউজ - শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শনিবার তিন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তাদের আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সাময়িক বহি®কৃত ছাত্র তিনজন হলেন, বাংলা বিভাগের মাহবুব, মিল্টন এবং লোক প্রশাসন বিভাগের রোকন। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রাণ রসায়ন ও লোক প্রশাসন বিভাগের মধ্যে খেলার সময় পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক জাফর আহমেদ খান একদল ছাত্রের হাতে নাজেহাল হন। এদিকে শিক্ষক লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রবেশ পথ বন্ধ করে অবস্থান নেয়। এর ফলে বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিজ্ঞান অনুষদের ছাত্র-ছাত্রীরা শনিবারের ক্লাসও বর্জন করে। দুপুর সাড়ে ১২টায় শিক্ষকদের অনুরোধে ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নেয়। বেলা একটার দিকে বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক তাজমেরী ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''ছাত্র-ছাত্রীরা তাদের অবরোধ কর্মসূচি তুলে নিয়েছে। আমি নিজে সেখানে গিয়ে তা দেখে এসেছি।'' শিক্ষক লাঞ্ছনার ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল। এ ধরনের ন্যক্কারজনক ঘটনাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। তদন্ত কমিটি পুরো বিষয়টি তদন্ত করবেন। ইতিমধ্যে ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনজন ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। '' তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম ও সহকারি প্রক্টর সিদ্দিকুর রহমান।

কোন মন্তব্য নেই: