Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

৬ আগ, ২০০৮

রমজানে ভোজ্য তেলের সঙ্কট হবে না বলে ব্যবসায়ীদের আশ্বাস
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমজান মাসে দেশে ভোজ্য তেলের কোনো সঙ্কট থাকবে না বলে সরকারকে নিশ্চিত করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। এছাড়া মিল গেট ও পাইকারি দামের সঙ্গে খুচরা দামের পার্থক্য যাতে খুব বেশি না হয়, সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও ব্যবসায়ীরা জানিয়েছেন। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সঙ্গে ভোজ্য তেল ব্যবসায়ীদের সভায় এ নিশ্চয়তা দেওয়া হয়। সভা শেষে হোসেন জিল্লুর রহমান জানান, দেশে ভোজ্য তেলের মজুদ নিয়ে কোন সমস্যা নেই। বর্তমান মজুদের পরিমাণ প্রায় আড়াই লাখ মেট্রিকটন। আরো ৫০ হাজার মেট্রিক টন তেল আমদানি প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, " রমজান মাসে দেশে মোট ভোজ্য তেলের চাহিদা হবে এক লাখ ২৫ হাজার মেট্রিক টন। সুতরাং সরবরাহে কোনো সমস্যা হবে না।" রমজানে বাজারে তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে আশ্বাস দেন উপদেষ্টা। সভায় বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণের ব্যাপারে খুচরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে একটি প্রতিবেদন দিতে ব্যবসায়ী নেতাদের দায়িত্ব দেওয়া হয়। তারা 'যৌক্তিক' দাম নির্ধারণ করে মন্ত্রণালয়কে জানাবেন। এ সময় আন্তর্জাতিক বাজারে দাম কমলে সে অনুযায়ী দেশেও ব্যবস্থা নেওয়া হবে বলে স্থির হয়। সরকারি নজরদারিও জোরদার করা হবে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে চালসহ অনেক ভোগ্যপণ্যের দাম কমে এলেও দেশের বাজারে তার প্রতিফলন মিলছে না বলে পর্যবেক্ষকদের অভিযোগ। এছাড়া পাইকারি বাজারে দাম কিছু কমলেও খুচরা বিক্রেতারা সে তুলনায় বেশি দাম রাখছেন বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়ী নেতা এম এ রউফ বলেন, "রমজানে সারাদেশে ভোজ্য তেল সরবরাহে কোনো সমস্যা হবে না। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। মিল গেট ও পাইকারি বিক্রেতাদের দামের চেয়ে যেন খুচরা দামের পার্থক্য খুব বেশি না হয়, সেজন্য সমিতির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।" বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিম, বিডিআর, টিসিবি ও ব্যবসায়ী প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: