জামিনে মুক্ত সিগমা হুদা
Thu, Aug 7th, 2008 1:16 am BdST
ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব অ্যাডভোকেট সিগমা হুদা জামিনে ছাড়া পেয়েছেন। বুধবার রাত ১০টার দিকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। খবরের অন্তরালে পত্রিকার গাড়ি কেনায় ঘুষ নেওয়ার মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার স্বাস্থ্যগত কারণে সিগমা হুদাকে জামিন দেয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "জামিনের কাগজ হাতে পাওয়ার পর রাত ১০টায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।" এর আগে গত ৫ জুন খবরের অন্তরালে পত্রিকার নামে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার মামলায় দণ্ডপ্রাপ্ত সিগমা হুদাকে তিন মাসের জামিন দিয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টও ওই আদেশ বহাল রাখে। গত বছর ৫ জুলাই একটি ঘুষের মামলায় আদালতে হাজিরা দিতে গেলে সিগমা হুদা আত্মসমর্পণ করেছেন দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। গত বছরের ২৭ আগস্ট একটি দুর্নীতি মামলায় সিগমা হুদাকে ৩ বছর কারাদণ্ড দেয় সংসদ ভবনের বিশেষ জজ আদালত। ওই মামলায় তার স্বামী ব্যারিস্টার নাজমুল হুদাকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন