৮ আগ, ২০০৮
অনিশ্চয়তাই নির্বাচিত সরকারের প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করছে: ইকোনমিস্ট
ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দি ইকোনমিস্ট লিখেছে বাংলাদেশীরা এই প্রথমবারের মতো একটি নির্বাচনী ব্যবস্থা দেখলো যার মাধ্যমে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি ফল আশা করা যায়। আর পত্রিকাটির মতে, বিদ্যমান অনিশ্চয়তাই বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করছে। গত চার আগস্টের স্থানীয় নির্বাচনের খুব ক্ষুদ্র পরিসরের কথা তুলে ধরলেও এর গুরুত্ব স্বীকার করে ইকোনমিস্ট বলেছে, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর এটাই প্রথম নির্বাচন এবং সেনাবাহিনীই এর ফল নির্ধারণ করে দেবে এমন আশঙ্কা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়নি। ইকনমিস্টের পর্যবেক্ষণ হচ্ছে, সাধারণ নির্বাচনের দিনতারিখ এখনো ঘোষণা না করা হলেও নানা কারণে বাংলাদেশে বেসামরিক শাসন ফিরে আসার ব্যাপারটিই তরান্বিত হচ্ছে। ইকনমিস্টের সা¤প্রতিকতম সংখ্যার (৯ আগস্ট) ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সা¤প্রতিক স্থানীয় নির্বাচন এটাই প্রমাণ করেছে যে, সেনাবাহিনী ডিসেম্বরে নির্ধারিত সংসদীয় নির্বাচন প্রভাবিত করার ক্ষমতা হারিয়ে ফেলেছে বা ছেড়ে দিয়েছে। সরকার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে সম্মত না হলেও দৃশ্যত ওই নির্বাচনটি যথাসময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর এই সময়ে রাজনীতিতে নেপথ্যে থাকা সেনাবাহিনীর ভূমিকাকে আনুষ্ঠানিক রূপ দিতে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের বিষয়টি ধামাচাপা পড়ে যায়নি বলে উল্লেখ করলেও ইকোনমিস্ট বলছে, তিনটি বিষয় বাংলাদেশে বেসামরিক শাসনের প্রত্যাবর্তনের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। এর একটি হচ্ছে আওয়ামী লীগের আত্মবিশ্বাস। দ্বিতীয় কারণ হিসেবে পত্রিকাটি বলেছে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মধ্যকার ফাটল। এতে বলা হয়, খালেদা জিয়া তার দলকে স্থানীয় নির্বাচন বয়কটের আহ্বান জানানোয় তার দলে তিনটি ধারা তৈরি হয়েছে। অন্তত একটি অংশ সাধারণ নির্বাচন বয়কটের জন্যও তার আহ্বান উপেক্ষা করবে বলেই মনে হয়। তৃতীয় কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সামনের সমস্যা। সেনা-সমর্থিত উপদেষ্টামণ্ডলীকে দোদুল্যমান আখ্যা দিয়ে প্রতিবেদনে বলা হয়, বড় সিদ্ধান্ত নিতে তারা অক্ষমতা দেখাচ্ছেন। এতে উদাহরণ হিসেবে বলা হয়েছে ভারতের টাটার বিনিয়োগ প্রস্তাব গুটিয়ে নেওয়ার কথা, যা ছিল বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম বিদেশি বিনিয়োগের প্রস্তাব। ইকোনমিস্ট শেষ করেছে এই বলে যে, এইসব অনিশ্চয়তার জন্য যে মূল্য দিতে হচ্ছে তা-ই বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন