দেশের জন্য কাজ করার একমাত্র পথ রাজনীতি নয়: মেরিনা মাহাথির
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম - বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা নেই। আর দেশের জন্য কাজ করার একমাত্র পথ রাজনীতি নয়- এ মন্তব্য করেছেন মাহাথিরকন্যা মেরিনা মাহাথির। "আমার রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা নেই।" সোমবার বাংলামোটরে দৈনিক আমাদের সময় কার্যালয়ে 'তরুণ সাংবাদিকদের মুখোমুখি' শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক মেরিনা মাহাথির। রোববার রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মেয়ে মেরিনা। বাংলাদেশের ছয় দিনের সফরে গণমাধ্যম ও লৈঙ্গিক সমতা বিষয়ে আয়োজিত একটি সম্মেলনে মূল প্রবন্ধ পড়বেন তিনি। ইউএনএইডস ও এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন এর সহযোগিতায় সম্মেলনটি আয়োজন করেছে বাংলাদেশ সেন্টার ফর ডেভলপমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি)। এছাড়া গ্রামীণ ব্যাাংক ও ব্র্যাক পরিচালিত স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্রঋণ বিষয়ক কিছু প্রকল্পও পরিদর্শন করবেন তিনি। মেরিনা এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরির সঙ্গে দেখা করেন এবং জাতীয় প্রেস ক্লার পরিদর্শন করেন। এইচআইভি/এইডস প্রতিরোধ বিষয়ে কাজের জন্য মেরিনা মাহাথির প্রসংশিত হয়েছেন। ২০০০ সালে মালয়েশিয়া টেলিভিশনে নারীর স্বাস্থ্য, কর্মজীবন ও তথ্য-প্রযুক্তি নিয়ে নির্মিত 'থ্রি আর' অনুষ্ঠানের জন্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। মালয়েশিয়ার অন্যতম প্রভাবশালী 'ব্লগারদের' একজন মেরিনা। এইচআইভি/এইডস বিষয়ে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সাংবাদিকদের মেরিনা বলেন, "মুসলিম দেশগুলোতে এ ব্যাপারে প্রচারাভিযান চালানো যথেষ্ট কঠিন। এজন্য মালয়েশিয়ায় আমরা একটি নতুন 'মুসলিম অ্যাপ্রোচ' গ্রহণ করেছি।" এ ধরনের স্পর্শকাতর বিষয়ে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার ব্যাপারে জোর দেন তিনি। নারী স্বাধীনতা প্রসঙ্গে মেরিনা মাহাথির বলেন, "একজন নারীর নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।" উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, সমাজের জন্য এটা 'অপরিহার্য' কারণ নারীর অধিকার রক্ষায় এর বিকল্প নেই। মালয়েশিয়ার রাজনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে মাহাথিরকন্যা জানান, জনগণ বর্তমান সরকারের প্রতি সন্তুষ্ট নয়। পাঁচটি রাজ্য আলাদা সরকারের মাধ্যমে পরিচালিত হওয়া মালয়েশিয়ায় আগে কখনো ঘটেনি। এ জন্য জনগণ কিছুটা দ্বিধান্বিত বলে মনে করেন তিনি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন