ভারতে ফিরেছেন তসলিমা নাসরিন
চার মাসের বেশি সময় সুইডেনে কাটানোর পর ভারতে ফিরেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা নির্বাসিত তসলিমা নাসরিন। ইসলামী জঙ্গীদের হুমকির মুখে ভারত ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। কলকাতা থেকে সিএনএন-আইবিএন এর সুমন কে চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তসলিমা। এর পরপরই তাকে নিরাপত্তা বাহিনীর লোকজন অজ্ঞাত গন্তব্যে নিয়ে যায়। তসলিমার ভারতীয় ভিসার মেয়াদ আছে ১২ আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গে জঙ্গীদের প্রতিবাদ-বিক্ষোভ দাঙ্গায় রূপ নিলে ২০০৭ সালের নভেম্বরে কলকাতা ছাড়তে বাধ্য হন তসলিমা। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ তাকে প্রথমে পশ্চিম ভারতের রাজস্থানের এক অজ্ঞাত হোটেলে রাখার পর দিল্লি নিয়ে যায়। এর পর তিনি ভারত ত্যাগ করেন। জঙ্গীদের বিক্ষোভের মুখে তসলিমাকে দেশ ছাড়তে কার্যত 'বাধ্য' করায় ধর্মনিরপেক্ষ আদর্শের ভারতের সরকারের নিন্দা করেছেন সমালোচকরা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন