Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১৩ আগ, ২০০৮

আগস্টের শেষে ঢাকা-দুবাই রুটে চলবে বেস্ট এয়ার
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গন্তব্য দুবাইয়ে আগস্ট মাসের শেষ নাগাদ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা বেস্ট এয়ার। প্রতিষ্ঠানটির পরিচালক (মার্কেটিং ও সেলস) ফরহাদ হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৭ আগস্ট থেকে আমরা ঢাকা-দুবাই ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছি। এ রুটে রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার একটি করে ফ্লাইট চলাচল করবে।" ফরহাদ হোসেন বলেন, সংযুক্ত আরব আমিরাতের অর্ন্তভুক্ত দুবাইতে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশী শ্রমিকের কথা বিবেচনা করেই মূলত বেস্ট এয়ার এ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ রুটের জন্য বিমান সংস্থাটি ১৬২ সিটের এমডি ৮৩ মডেলের একটি উড়োজাহাজ লিজ নিয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির মার্কেটিং ও সেলস কর্মকর্তা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, গত মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশীর সংখ্যা ৮ লাখ ১০ হাজার ৮৩৬ জন। বেস্ট এয়ার শিগগিরই ঢাকা-কুয়ালালামপুর রুটেও ফ্লাইট শুরু করবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, "ঢাকা-মালে রুটে আমাদের ব্যবসা ভালো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরের শুরুতে ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে আমাদের।" বর্তমানে দেশীয় বিমান সংস্থাগুলোর মধ্যে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। বেসরকারি জিএমজি এয়ারলাইন্স এ রুটে ফ্লাইট চালানো শুরু করলেও স¤প্রতি তারা তা বন্ধ করে দেয়। ভাড়া করা বোয়িং ৭৩৭ মডেলের একটি উড়োজাহাজ নিয়ে গত ১৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রা শুরু করে বেস্ট এয়ার। এরপর ২৫ মে ঢাকা-ব্যাংকক এবং ২৮ জুলাই ঢাকা-কলম্বো-মালে রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে প্রতিষ্ঠানটি। ঢাকা-কুনমিং, ঢাকা-কাঠমাণ্ডু, ঢাকা-বাহরাইনসহ ১১টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি রয়েছে বেস্ট এয়ারের। সেপ্টেম্বরের মধ্যে এ-৩২১ ও ইআরজি-১৪৫ মডেলের দুটি এয়ারবাস বেস্ট এয়ারের বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা টিটো সিদ্দিক।

কোন মন্তব্য নেই: