Powered By Blogger

এই ব্লগটি সন্ধান করুন

১০ আগ, ২০০৮

জনগণ কর দিলে সরকারকে ঋণ নিতে হবে না: মজিদ
Sun, Aug 10th, 2008 12:21 am BdST
ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের কর ঠিকমতো পাওয়া গেলে ব্যাংক ও বিদেশ থেকে সরকারকে ঋণ নিতে হবে না বলে মন্তব্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, "রাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে হলে রাষ্ট্রকেও কিছু দিতে হয়। জনগণের দেওয়া কর সঠিকভাবে পাওয়া গেলে ব্যাংক ও বিদেশ থেকে সরকারের ঋণ নেওয়ার প্রয়োজন হবে না " শনিবার বিকেলে দিনাজপুর চেম্বার ভবনে অনুষ্ঠিত আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত এক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকল মহলের প্রতি কর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "কর প্রদানে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে প্রতি জেলা থেকে ৫ জন সেরা করদাতাকে পুরস্কৃত করা হবে। এদের মধ্যে ৩ জন থাকবেন সর্বোচ্চ করদাতা এবং দুজন সবচেয় পুরাতন করদাতা।" উত্তরাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের উন্নয়নের বৈষম্য কমাতে বর্তমান সরকার একটি কমিটি গঠন করেছে বলে জানান তিনি। ওই কমিটির সদস্য হিসেবে তিনি বলেন, "আমরা সরকারের কাছে রিপোর্ট দিয়েছি যাতে উত্তরাঞ্চল থেকে বেশি করে বিদেশে লোক পাঠানো হয়। প্রয়োজনে সরকার থেকে টাকা দিয়ে এ অঞ্চল থেকে বিদেশে লোক পাঠানোর কথা বলেছি।" রংপুর কর অঞ্চলের কর কমিশনার বেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল সদস্য সৈয়দ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক নবীউল হক মোল্লা, ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি মোজাম্মেল হক মণ্ডল প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজে আরেকটি উদ্বুদ্ধকরণ সভায় অংশ নেন এনবিআর চেয়ারম্যান। সেখানে তিনি বলেন, "প্রায় সাড়ে ১২ হাজার টাকা বিদেশি ঋণের বোঝা নিয়ে দেশের প্রতিটি শিশু জন্ম নিচ্ছে। এ ছাড়াও অভ্যন্তরীণ ঋণ তো আছেই। গত ৩৭ বছরে বিদেশি অর্থের ওপর নির্ভর করে বাজেট প্রণয়নসহ বিভিন্ন কাজ করতে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।" এ অবস্থার পরিবর্তন ঘটাতে স্বপ্রণোদিত হয়ে আয়কর দিয়ে রাজস্ব দেওয়ার গতি বাড়ানোর আহবান জানান আবদুল মজিদ। এনবিআর চেয়ারম্যান বলেন, "যাকাত দিয়ে যেমন আয় কলুষমুক্ত করা যায়, তেমনি আয়কর দিয়েও আয়ের স্বচ্ছতা বজায় রাখা যায়। এতে নিজের বিবেকের কাছেও পরিস্কার থাকা যায়। নয়ত সেটা বিষফোঁড়ায় পরিণত হয়। আর এর প্রতিক্রিয়া কি হয় সেটা নিকট অতীতে তাকালেই পরিষ্কার হয়ে যাবে।" জেলা প্রশাসক মো. হাফিজ উদ্দীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- রংপুর অঞ্চলের কর কমিশনার মো. হেলালউদ্দিন, দিনাজপুরের যুগ্ম কর কমিশনার একেএম হাসানুজ্জামান, পঞ্চগড় চেম্বারের সভাপতি ইকবাল কায়সার মিন্টু, সিনিয়র সহসভাপতি মো. শরিফ হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পঞ্চগড় প্রতিনিধি জানান, সভায় জেলার ২৮ জন ব্যবসায়ী স্বপ্রণোদিত হয়ে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে আয়কর রিটার্ন দাখিল করেন। এর আগে এনবিআর চেয়ারম্যান তেতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেন। সেখানে তিনি ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

কোন মন্তব্য নেই: