সদ্য সংবাদ
মিগ মামলায় হাসিনাকে আদালতে হাজিরের নির্দেশ
Tue, Aug 12th, 2008 11:37 am BdST
ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ ২৯ যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় হাসিনাসহ অন্য আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। (বিস্তারিত আসছে) একইসঙ্গে আগামী ২০ আগস্ট মামলাটির অভিযোগ গঠন করা হবে কিনা এ সংক্রান্ত আদেশ দেওয়ার দিনও ধার্য করা হয়েছে। হাসিনা বর্তমানে মামলাটিতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র্রে চিকিৎসাধীন। এর আগে গত ৫ আগস্টই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ আরো একমাস বাড়ায় সরকার। এ সংক্রান্ত সরকারি আদেশে বলা হয়েছিল, শেখ হাসিনার সাময়িক মুক্তির সময়সীমা বাড়াতে তার স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হল। আগস্টের ৭ তারিখ থেকে সময়সীমা বৃদ্ধি কার্যকর হবে বলে এতে জানানো হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন